নোবিপ্রবিতে চাকরি মেলা
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৮:৫৩
নোবিপ্রবিতে চাকরি মেলা
নোবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) ১ দিনের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজনেস বিষয়ক সংগঠন ' নোবিপ্রবি বিজনেস ক্লাবে উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।


বুধবার (১ মার্চ)  চাকরি মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।


অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস আলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপাচার্য ড. মোহাম্মদ দিদার-উল আলম বলেন, চাকরি মেলা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হলো। এতে সদ্য পড়াশোনা শেষ করা শিক্ষার্থী ভালো সুযোগ লাভ করবে।  এ ধরনের মেলা আয়োজন করার জন্য নোবিপ্রবি বিজনেস ক্লাবকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো এধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আহ্বান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী,  ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ড. এস এম মাহবুবুর রহমান এবং বিজনেস ক্লাবের সভাপতি কাজী আলামিন, সাধারণ সম্পাদক নুরুননাহার সীমাসহ সংগঠনটির সদস্যরা।


বিবার্তা/সুমন/জবা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com