মেডিকেলে ভর্তি, আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৯
মেডিকেলে ভর্তি, আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। গত ১৩ ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া শুরু হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে। প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র পাওয়া যাবে। আগামী ১০ মার্চ সকাল ১০টায় সারাদেশের ১৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি হতে ১৯ লাখ ৪৪ হাজার টাকা গুনতে হবে। তাছাড়া ইন্টার্নশিপ বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপ-সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন আদেশ জারি করা হয়েছে। 


বিবার্তা/রাসেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com