শিক্ষা
ফ্রি PTE কোর্স ও অনুশীলনের সুযোগ দিচ্ছে ওস্তাদজী
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯
ফ্রি PTE কোর্স ও অনুশীলনের সুযোগ দিচ্ছে ওস্তাদজী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ওস্তাদজী.কম একটি ডিজিটাল শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন প্লাটফর্ম। এখানে ডিজিটাল মার্কেটপ্লেসে খুব সহজেই শিক্ষার্থী ও অভিভাবকগণ খুঁজে পান কাঙ্ক্ষিত শিক্ষক এবং প্রাইভেট হোম টিউটররা খুঁজে পান পছন্দের জব৷ এছাড়াও শিক্ষাকে সহজ করতে এই প্লাটফর্ম নিয়েছে আরো উদ্যোগ৷


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য অপরিহার্য ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা PTE-এর ৬০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ১২৫০০ টাকা মূল্যের কোর্স ফ্রি  দিচ্ছে৷ ৬৩২ জন ঢাবি শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অনলাইন সেশন ও সরাসরি ভাইভার মাধ্যমে ৬০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের ৪৫ জনে অনলাইন ও ১৫ জনকে অফলাইনে সরাসরি প্রশিক্ষণ ল্যাবে পাঠদান করবে৷ এই শিক্ষার্থীরা ল্যাবে অনুশীলনের সুযোগও পাবে। এই দক্ষতা উন্নয়ন ও পরীক্ষা প্রস্তুতি কোর্স স্পন্সর করেছে Ritz PTE. ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে শুরু হবে কোর্স।


এ বিষয়ে ওস্তাদজী.কম এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছে রয়েছে৷ তবে প্রস্তুতি গ্রহণের জন্য যথাযথ সহযোগিতা অনেকেই পাননা। আছে অর্থের সংকট,  সঠিক পরামর্শ দানের প্রতিষ্ঠান খুঁজে পাওয়াও দুষ্কর তাদের জন্য। তাই ওস্তাদজী  পরামর্শ প্রদানের সাথে সাথে প্রস্তুতি গ্রহণের সর্বাত্মক সাহায্য করার অঙ্গিকার করছে'৷ 


তিনি আরো বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করব ও প্রয়োজনীয় দক্ষতা যেমন- বিশ্ববিদ্যালয় খোঁজা, দরখাস্ত লেখা, এসওপি লেখাসহ অন্যান্য ডকুমেন্টেশন শেখাবো।  সেই আরো অন্তত ৬০ জনকে PTE এবং ১০০ জন ফ্রী IELTS কোর্স দেয়ারও প্রস্তুতি রয়েছে। সেই সাথে কর্মসংস্থানমূলক প্রশিক্ষণও দেবে ওস্তাদজী'৷


উল্লেখ্য,জুলিয়াস সিজার তালুকদার একজন তরুণ রাজনৈতিককর্মী ও উদ্যোক্তা৷ তিনি 'ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ'- প্রতিষ্ঠার মাধ্যমে অগণিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সংকটে পাশে আছেন। যা থেকে সরাসরি উপকৃত হয়েছে প্রায় ১২০০০ এর অধিক শিক্ষার্থী।  


বিবার্তা/রাসেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com