শিক্ষা
ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছানাউল্লাহ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৫
ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছানাউল্লাহ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রকের অনুপস্থিতিতে পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। মো. বাহালুল হক চৌধুরীর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ দািয়ত্ব দিয়েছেন।


রবিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর অনুপস্থিতিকালীন মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছে।


এ বিষয়ে প্রবীর কুমার সরকার বলেন, বাহালুল হকের পরিবার জানিয়েছে তিনি অসুস্থ, চিকিৎসাধীন আছেন। তবে তিনি নিয়মানুযায়ী ছুটি নিতে না পারায় অনুপস্থিত দেখিয়ে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।


জানা গেছে, বাহালুল হক চৌধুরী বর্তমানে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।


এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামানের বাসভবনের ভিতরে ঢুকে প্রতিবাদী মুনাজাত ধরে ব্যাপক আলোচনার জন্ম দেন বিশ্ববিদ্যালয়ের বাহালুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মানসিক অস্থিরতায় ভুগছেন।


বিবার্তা/সাইদুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com