জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া শুরু ২২ জানুয়ারি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:৫০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া শুরু ২২ জানুয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশব্যাপী ২২ জানুয়ারি থেকে আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ শুরু হতে যাচ্ছে। সারাদেশের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কলেজে নাম রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি, ২০২৩ তারিখ।


সোমবার ( ১৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, জেলা পর্যায়ে ৬ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, বিভাগীয় পর্যায়ে ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায় ৩ মার্চ ২০২৩ তারিখ। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৪ মার্চ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে স্ব স্ব কলেজে যোগাযোগের জন্য বলা হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ।


বিবার্তা/রাসেল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com