
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশু রায়হান কবিরের (১২) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১৮ মে, শনিবার দুপুর ১টার দিকে নদীর লন্ডনঘাট এলাকা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৭ মে) দুপুর ১টার দিকে শহরের আলিমপাড়ার বাসা থেকে নিখোঁজ হয় শিশু রায়হান কবির। তার বাবা লোকমান হোসেন চাঁদপুর শহরের নতুনবাজারের খুচরা মাছ ব্যবসায়ী। রায়হান জেলার আহম্মদিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
চাঁদপুর নৌ ফায়ারসার্ভিস স্টেশনের অফিসার মোসলেম মিয়াজী জানান, শনিবার সকালে নিখোঁজ শিশু রায়হান কবিরের পরিবার তাদের সংবাদ দেয়। এরপর পরে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল নিখোঁজ শিশুর সন্ধানে অভিযান শুরু করে। পরে ওই আজ দুপুর ১টার দিকে ওই শিশুর মৃতদেহের সন্ধান পাওয়া যায়।
এ দিকে, শিশু রায়হান কবিরের মৃতদেহ উদ্ধারের পর নদীপাড়ে উপস্থিত তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দুপুরেই নৌপুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মৃতদেহের সুরতহাল শেষে এই বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]