শিরোনাম
ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ১৬:৫৪
ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেয়া প্রতারকচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তার নাম মো. শাহীন হাওলাদার (৩৮)।


শুক্রবার (৩১ মার্চ) র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।


তিনি বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয় দেয়া শাহীন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রতারণর মাধ্যমে বড় অংকের টাকা আত্মসাৎ করেছেন।


তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com