শিরোনাম
ভান্ডারিয়ায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৭
ভান্ডারিয়ায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক হাজার ৯শত পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ।


৩০ ডিসেম্বর, শনিবার সকালে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের একটি দল ভান্ডারিয়া পৌর শহরের লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন।


গ্রেফতারকৃতরা হচ্ছে-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরের মোকছেদ খান এর ছেলে ইদ্রিস খান (৫০), ইউছুফ আলীর ছেলে ইয়াসিন আলী অন্তর (২৫), ছিদ্দিকুর রহমান হাওলাদার এর ছেলে মো. রাকিব হাওলাদার । গ্রেফতারকৃতরা পেশাধারী মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আ. মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের ৮ সদস্যের একটি দল নিয়ে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপুরা মহল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট, নম্বর বিহীন একটি বাজাজ পালসার মোটরসাইকেল, একটি মোবাইল ফোনসহ ওই ৩ মাদক কারবারিকে আটক করেন। এসময় ইদ্রিস আলীর দেহ তল্লাসি করে একটি পলিথিনের প্যাকেটে অ্যাম ফিটামিনযুক্ত ১ হাজার ৯শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরা পাথরঘাটা থেকে মোটর সাইকেল যোগে মাদক বিক্রির জন্য ভান্ডারিয়া যায়।


এ ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মুহ আ. মজিদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/তাওহিদুল/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com