শিরোনাম
উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, গ্রেফতার ৩
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০৭
উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, গ্রেফতার ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরার স্থপানের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে।


২৭ ডিসেম্বর, বুধবার দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য জানান।


এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় এক নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখা থেকে ৮টি সিসি ক্যামেরা ও ডিভিআর জব্দ করে পুলিশ।


ওসি পারভেজ ইসলাম বলেন, উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখায় ফেশিয়াল করতে যাওয়া এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন কক্ষে ৮টি সিসি ক্যামেরা ও ডিভিআর পাওয়া যায়। অভিযানে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করে।


মামলার আসামিরা হলেন উইমেন্স ওয়ার্ল্ডের মালিক তসলিমা চৌধুরী কনা আলম (৫৭) ও ফারনাস আলম (৩২) এবং কর্মকর্তাদের মধ্যে এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২), এইচ এম জুয়েল খন্দকার (৩৩)। এর মধ্যে তিন কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে আদালকে পাঠানো হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মালিক কনা আলম ও ফারনাস আলম পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।


ধানমন্ডি থানার ওসি আরও বলেন, গ্রেফতার তিন কর্মকর্তা আমাদের জানিয়েছেন মালিক পক্ষের সিদ্ধান্তেই ক্যামেরা লাগানো হয়েছে। এ ছাড়া জব্দ করা ক্যামেরার ডিভিআরে বিভিন্ন কক্ষের ফুটেজ থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে ক্যামেরার কোনো ফুটেজের অপব্যবহার হয়েছে কি না সেটি জানতে তদন্ত চলছে।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com