ঝিনাইদহে সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ২৩:০১
ঝিনাইদহে সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর, চুয়াডাঙ্গা-ভায়া-খালিশপুর ২৫ কিলোমিটার সড়ক নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে টেন্ডার সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগের প্রেক্ষিতে দুদক সজেকা ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়েছে।


দুদকের উপ-পরিচালক আরিফ সাদেক বিবার্তাকে অভিযান পরিচালনার বিষয়ে অভিহিত করেন।


অভিযানে নির্মানাধীন সড়ক সরজমিনে পরিদর্শন করা হয়। নির্মাণাধীন সড়কে দৈবচয়ন পদ্ধতিতে বাছাইকৃত ৫টি স্থানের পুরুত্ব এবং প্রস্থ পরিমাপ করে দেখা হয়। পরিদর্শনকালে দেখা য়ায় যে, উক্ত সড়ক নির্মাণের পর বিভিন্ন স্থানে সড়কের কার্পেট উঠে গিয়েছে যা পরবর্তীতে মেরামত করা হয়েছে।


এনফোর্সমেন্ট পরিচালনাকারী টিম উক্ত সড়কে নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছে যার গুণাগত মান যাচাই করার জন্য পরীক্ষাগারের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টীম। তবে বাহ্যত অভিযোগের স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি।


বিবার্তা/সানজিদা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com