
ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি দক্ষিণপাড়ার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ (পুলিশের লুট হওয়া) ৫টি ককটেল বোমা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত ৫টি বিস্ফোরক দ্রব্য ককটেল বোমা র্যাব এর বোম্ব ডিস্পোজাল টিম দ্বারা পর্যাপ্ত নিরাপত্তার সহিত নিষ্ক্রিয় করা হয়েছে। অন্যান্য অস্ত্রগুলো বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া পরিপালন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]