যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন: এহছানুল হক মিলন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০০:৫২
যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন: এহছানুল হক মিলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তার এলাকায় ভোটের আগে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনায় তিনি বিস্মিত হয়েছেন।


বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টকশো অনুষ্ঠানে ড. এহছানুল হক মিলন বলেন, আমি একদিন দেখি সকাল ৯টায় মিছিল আসতেছে। চিন্তা করলাম সকাল ৯টায় মিছিল আসে কিভাবে? আমার ছেলেরা কি সকাল ৯টায় মিছিল করে নাকি। সবতো পরিচিত মনে হচ্ছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখি জামায়াতের প্রার্থীর মিছিল। আমি বললাম আল্লাহ, এরাতো সব আমার ছিলো, কবে গেল!


অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে তো আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কেই বা ছিলো। জামায়াততো আমাদের সাথে ছিলো। আমার এলাকায় এতদিন যাদের উপকার করেছি, যারা উপকারভোগী। এতদিন যাদের ভাবতাম এরা আমার দলের লোক, আমার অনুসারী। এখনতো দেখি এরা জামায়াতের রুকন। আমিতো এতদিন ভেবেছি সারা কচুয়া আমার। এখনতো দেখি অন্যটা। এগুলোতে ভাবতেও পারিনি। এ ধরনের রাজনীতি কখনো কোথাও হয়েছে কিনা? আমার জানা নেই।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com