নাসিরনগরে ইউপি চেয়ারম্যানের পদ থেকে হলেন এমপি প্রার্থী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:২৯
নাসিরনগরে ইউপি চেয়ারম্যানের পদ থেকে হলেন এমপি প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া- ১ আসন নাসিরনগরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী হতে চান সংসদ সদস্য। সেই লক্ষ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, কি কারণে তিনি ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হতে চান।


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইকবাল চৌধুরী পেয়েছিলেন শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার। গত সোমবার (২৯ ডিসেম্বর) ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমি দীর্ঘ ১১ বছর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। এরপর দূরে সরে গেছি। নীরবে ছিলাম। এখন প্রেক্ষাপট ভিন্ন। তাই সংসদ নির্বাচন করার কথা চিন্তা করছি।’


তিনি বলেন, ‘বিএনপি থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে তাতে আমি হতাশ। দলের নেতাকর্মীরাও হতাশ। মানুষ মনে করে যিনি তাদের মনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে তাকেই ভোটে নির্বাচিত করতে হবে। আমার কাছে মনে হয়েছে মানুষ আমাকে চায়।’


এক প্রশ্নের জবাবে ইকবাল চৌধুরী বলেন, ‘বিএনপি’র মনোনয়ন পাওয়া উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান আমাকে দল থেকে অন্যায়ভাবে বহিষ্কার করে। এটা উনি পারেন না। উনাকে দিয়ে নির্বাচনী মাঠ পাড়ি দেওয়া সম্ভব না। সবমিলিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com