
কক্সবাজারের চকরিয়ায় মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাকারা দরগাহ রাস্তার মাথা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৪৫) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে রোববার কাকারা দরগাহ রাস্তা গ্রামের বদিউল আলম, আহমদ ছবি পক্ষের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলাম ও ফরিদুল আলম পক্ষের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ ঘটনা তদন্ত করতে আসে। এসময় পুলিশের কাছে ঘটনার বিষয়ে সাক্ষ্য দেন সাইফুল। মামলার বিবাদীপক্ষ তাকে সাক্ষ্য না দেওয়ার কথা বলে। তবুও তিনি সাক্ষ্য দেন। এতে বিবাদীপক্ষ ক্ষুব্ধ হয়। পরে বিবাদীপক্ষ অপর একটি মামলায় সাইফুল ইসলামকে আসামি করে। এ মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে ঘটনার রাতে পুলিশের একটি টিম গ্রামে এলে সাইফুল বাড়ির পার্শ্ববর্তী বিলে পালান। পুলিশ সাইফুলকে গ্রেপ্তারে ব্যর্থ হলেও প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কাকারা দরগার রাস্তা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিশকাত মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশীর জমি অবৈধভাবে দখল করতে চাইছিলেন নুরুল ইসলাম। সাইফুল এর বিরোধিতা করায় নুরুল ইসলাম পক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে থানা পুলিশের সহযোগিতায় বাড়ি থেকে বের করে তাকে পিটিয়ে হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফি বলেন, নিহত সাইফুল নিরীহ প্রকৃতির। তিনি ভূমি দখলদারদের বিপক্ষে কথা বলায় ও পুলিশের কাছে সত্য ঘটনা সাক্ষ্য দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মুনির হোসেন জানান, ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত সাইফুলের পরিবার এখনও মামলা করেনি। মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]