রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল অর্ধশতাধিক ঘর
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২
রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল অর্ধশতাধিক ঘর
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে অন্তত ৫০টির বেশি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


রবিবার রাত ১১টার দিকে টেকনাফের লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালয়। ক্যাম্পে ঘন বসতি; সেইসঙ্গে ত্রিপল ও বাঁশে তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’


ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’


টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, ক্যাম্পের বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


তিনি বলেন, হঠাৎ ক্যাম্পের ঘরগুলোর মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এরই মধ্যে ৫০-৬০টির বেশি ঘর পুড়ে গেছে।


আকস্মিক অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত হয়ে বিপাকে পড়েছে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলো। পুড়ে যাওয়া একটি ঘরের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রচণ্ড শীতে জানি না কিভাবে পরিবারের সদস্যদের নিয়ে রাত কাটাব। ছেলে-মেয়েদের নিয়ে চিন্তায় আছি। কোনো রকম প্রাণে বেঁচেছি।


এর আগে, গত শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের মধুর ছড়ায় একটি হাসপাতাল আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। একই দিন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের পাঁচটি বসতঘরও পুড়ে যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com