
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার "শ্রেষ্ঠ আদম্য নারী পুরস্কার" পেলেন পঞ্চগড়-১ মডেল সরকারি প্রাথমিক শিক্ষিকা নাজিরা নাসরীন বুবুলী। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে "আদম্য নারী পুরস্কার"শীর্ষক কার্যক্রমের আওতায় এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও গায়ের শাল তুলে দেন জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জান। "শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী" ক্যাটাগরিতে সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আদম্য নারী হিসেবে পুরস্কৃত হন তিনি।
মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় সদর এর সহযোগীতায় এই সেমিনারের আয়োজন করেন।
এ বিষয়ে শিক্ষিকা নাজিরা নাসরীন বুবলী বলেন, এই পুরস্কার আমাকে আরও অনুপ্রানিত করবে ৷ এর আগেও জাতীয় পর্যায়ে জাতীয় সংকারী শিক্ষক অন্বেষনে তৃতীয় স্থান অর্জণ করেছি। আমি চাই পুরুষের পাশাপাশি নারীরও তার শ্রেষ্ঠত্বের মাধ্যমে এগিয় যাক। দেশ ও সমাজের জন্য কাজ করে গুরুত্বপূর্ণ অবদান রাখুক এই প্রত্যাশা করেন তিনি।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]