
ফেনীর দাগনভূঞায় দুর্গাপূজায় বাড়িতে এসে গ্রেফতার হলেন সুকলভ মজুমদার (৪২) নামে এক প্রবাসী আওয়ামী লীগ নেতা । তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বুধবার (১ অক্টোবর) বিকালে ফেনী থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। পরদিন সকালে ফেনী মডেল থানায় নেয়া হয়।
গ্রেফতার সুকলভ মজুমদার জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে ও জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পরিবারের দাবি, তিনি দক্ষিন ব্যবসা করেন পাশাপাশি সেখানকার আওয়ামী রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত। পুজা পালনের জন্য তিনি দেশে এসেছেন। অন্যায়ভাবে তাকে মামলা ছাড়াই আটক করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত সুকবলকে সন্ত্রাস বিরোধি আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তামনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]