
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর আলী (৪২) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১ অক্টোবর, বুধবার ভোরে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর স্কুলপাড়া এলাকার শূন্যরেখা থেকে তাকে ধরে নিয়ে যায়। বদর আলী ওই গ্রামের করিম আলীর ছেলে।
বদরের স্ত্রী জোসনা খাতুন বলেন, 'সকালে প্রতিবেশীরা আমাকে খবর দেয় আমার স্বামীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আদৌ আমার স্বামী জীবিত আছেন নাকি মারা গেছেন, কিছুই জানি না।
প্রত্যক্ষদর্শী রিফাত জানান, সকাল ৭টার দিকে তিনি দূর থেকে বদর আলীকে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়তে দেখেছেন।
স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত থেকে ফেরার পর রাতের খাবার খেয়ে আবার বাইরে বের হন বদর। বুধবার সকালে তারকাটার পাশ দিয়ে কয়েকজনের সঙ্গে ফেরার পথে বিএসএফের এক সদস্য তাকে লাঠি দিয়ে আঘাত করে। পাল্টা প্রতিরোধ করতে চাইলে পেছন থেকে আরও কয়েকজন বিএসএফ সদস্য ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করে ধরে নিয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে বিজিবির মাধ্যমে বদরের আটক নিশ্চিত হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
জানতে চাইলে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ' ঘটনা শোনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে বদর তাদের হেফাজতে আছে। তাকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যায়ের আনুষ্ঠানিক জবাব দেয়নি বিএসএফ।'
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]