
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তানজিদ সরদার (৩৫) নামে মাদকসেবী এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদরের রেল গেট এলাকায় অভিযান চালিয়ে এই কারাদন্ডাদেশ দেয়া হয় এবং
তাকে তখনই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দন্ডিত তানজিদ সরদার উপজেলার গোনা দিঘীরপার গ্রামের নুরল সরদারের ছেলে।
ভ্রাম্যমান আদালতের পেশকার রুবেল হোসেন জানান,মাদকের আড্ডা চলছে এমন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে রেলগেট এলাকায় ভ্রাম্যান আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এসময় তানজিদকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডিত তানজিদ সরদারকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]