সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৯:০১
সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৬৪ কেজি সরকারি পাঠ্যবই বিক্রি করার অভিযোগে বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে মানিক নামে এক ভাঙ্গারি দোকান মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে বিকেলে উপজেলা প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পাঠ্যবই বিক্রি করার দায়ে গ্রেপ্তার হওয়া দুইজনসহ ৩ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।


আটক হওয়ার সময় বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম জানান, বুধবার হঠাৎ করে স্কুলের স্টোর রুমে সাপের আতঙ্ক দেখা দেয়। পরে স্টোর রুম পরিস্কার করা হয়। আমাকে না জানিয়েই সহকারী শিক্ষক আব্দুস সালাম বইগুলো বিক্রি করেছেন।


বই বিক্রির ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা পাঠ্যবই বিক্রি চরম অন্যায় কাজ। বই বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়েছে।


পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তাজুল ইসলাম) জানান, সরকারী বই বিক্রি করার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। একজন পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, সরকারি বই বিক্রির খবর পাওয়ার পর অভিযান চালানো হয়েছে। প্রধান শিক্ষক ও বই কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com