গৌরীপুর কেন্দ্রীয় খেলার মাঠ পুনরুদ্ধারে প্রশাসনের উদ্যোগ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২৩:৩৩
গৌরীপুর কেন্দ্রীয় খেলার মাঠ পুনরুদ্ধারে প্রশাসনের উদ্যোগ
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠটি অবৈধ দখলের অভিযোগে সংকটে পড়লে অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠটির সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু হয়েছে।


স্থানীয় ক্রীড়ামোদিদের অভিযোগে মাঠের বর্তমান অবস্থা নজরে এলে, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস মাঠটির সীমানা নির্ধারণে পদক্ষেপ নেয়।


৩০ জুলাই, বুধবার সকাল ১০টায় মাঠের সীমানা নির্ধারণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গৌরীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমিন পাপ্পা।


এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা, ক্রীড়া সংস্থার সদস্য হাক্কেল মুন্সী, সাংবাদিক মো: হুমায়ুন কবির, মাহফুজুর রহমান মামুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।


স্থানীয় ক্রীড়াবিদ ও মাঠ ব্যবহারকারীদের দাবি, মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হলেও সম্প্রতি কিছু প্রভাবশালীর অবৈধ দখল ও স্থাপনার কারণে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।


মাঠ পুনরুদ্ধারে এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং দ্রুত মাঠের পূর্ণ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com