জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শেরপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পর
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৬:০৭
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শেরপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পর
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ এবং গরীব জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।


সোমবার (২৮ জুলাই) উপজেলার মলামারী এলাকার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়। আর সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া ওই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।


এ মেডিক্যাল ক্যাম্পেইনে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা রোগী দেখেন। ক্যাম্পেইনে এক হাজারের অধিক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।


স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।


সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ হতে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com