বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দৌলতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০১:১৯
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দৌলতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কুষ্টিয়ার দৌলতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


২৬ জুলাই, শনিবার বাদ মাগরিব ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার শিক্ষা সচিব আখতারুজ্জামান সজল এর আয়োজন এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


পবিত্র কোরআন তেলোয়াত ও হাম্দ-নাতের পর বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দূর্ঘটনায় আহতদের দ্রæত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া করা হয়।


দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠানে বক্তারা বলেন, এই দুর্ঘটনা শুধু মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের ভবিষ্যৎ কর্ণধাররা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক গভীর আঘাত। এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য সরকারি পর্যায়ে কঠোর ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরী। দুর্ঘটনায় দেশের সাধারণ মানুষের মাঝে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এই ঘটনায় সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com