
কুষ্টিয়ার কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
২২ জুলাই, মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের স্কুলপাড়া এলাকায় মরা কালিগঙ্গা নদীতে এ দূর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী পিতা জাহিদুল ইসলাম (৪৫) ও ছেলে জিহাদ (৯) এর মরদেহ উদ্ধার করে। মৃত জাহিদুল ইসলাম একই এলাকার রফি মন্ডলের ছেলে এবং সে কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মরত ছিলেন। তার ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম সরকারি চাকরির পাশাপাশি কৃষিকাজেও যুক্ত ছিলেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান তিনি। পাট জাগ দেওয়া শেষে ছেলেকে কাঁদে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। এসময় হঠাৎ পানিতে ডুবে যান জাহিদুল। এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। নদীর তীরে থাকা ফয়জুল হক নামে এক ব্যক্তি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।
পরে এলাকাবাসী প্রায় ২ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, পাট জাগ দেওয়া শেষে জাহিদুল তার ছেলেকে কাঁদে নিয়ে ফিরছিলেন। হঠাৎ করে তারা পানিতে ডুবে যায়। ডুবতে দেখে দ্রæত স্থানীয়দের খবর দিলে তারা নদীতে সন্ধান চালিয়ে বাবা ছেলের মরদেহ উদ্ধার করে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খান বলেন, পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা- ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]