
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহত শাহাবুল রংপুরের পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের রশিদ মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহাবুলের ভাই শামীম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় এসে ট্রাকটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় শাহাবুল ট্রাক থেকে নেমে পিছনে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি সড়কে অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে শাহাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]