ঝিনাইদহে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নারী নিহত, পিকআপ জব্দ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:০০
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নারী নিহত, পিকআপ জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকাপ জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।


শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মনোয়ারা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মন্ডলের মেয়ে।


আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে ইজিবাইকে করে ঝিনাইদহ আসছিলেন মনোয়ারা খাতুন। ইজিবাইকটি আমতলা বাজার সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখী দ্রুতগামী পিকআপটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী মনোয়ারা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com