
কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাটারি চালিত পাখি ভ্যানের চাপায় রাইসা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাইসা ওই এলাকার শরিফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাইসার মা রাইসাকে দোকানে শুকনা মরিচ কিনতে পাঠায়। এসময় রাইসা রাস্তা পারা হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুপুরে একটি শিশু ভর্তি ছিলো। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি মারা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে বুধবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা লালনশাহ সেতুর টোলপ্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]