
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সিটিটিউটের শিক্ষার্থী বন্যা খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে মৃতের সহপাঠী শিক্ষার্থীরা।
১৭ জুন, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পলিটেকনিক ইন্সিটিটিউটের সামনে তারা মৃত্যুর ঘটনা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবিতে এ মানববন্ধন করেন ।
বন্যা খাতুন (২৪) ঝিনাইদহ পলিটেকনিক ইন্সিটিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ও ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দ্দারের মেয়ে এবং একই জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী।
উল্লেখ্য, গত ১৫জুন রোববার সকাল সাড়ে ৮ টার দিকে শ্বশুরবাড়ি থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওয়ানা হন বন্যা। তবে কার সাথে তিনি মোটরসাইকেলে আসেন তা এখনও রহস্য।
শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া এলাকায় পৌঁছুলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই বন্যার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় মা, চাচি, ভাই-বোনসহ উপস্থিত ছিলেন ইন্সিটিটিউটের মোহাম্মদ আল আমিন, শাহরিয়ার তানজির রহমান তৌফিক, রাফিউল ইসলাম অপু, আব্রাহার মাহিরসহ গ্রামের মানুষ।
মানববন্ধনের বক্তব্যে তারা বলেন, বন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঠিক বিচার দাবী করেন। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে।
তারা আরো বলেন, বন্যাকে নিয়মিত মানষিক ও শারীরিক নির্যাতন করা হতো। এমনকি যৌতুক পর্যন্ত দাবি করা হয় ।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]