দৌলতপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, স্বস্তিতে সাধারণ মানুষ
প্রকাশ : ১০ মে ২০২৫, ১২:৪৫
দৌলতপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, স্বস্তিতে সাধারণ মানুষ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করা হয়েছে। ফলে স্বস্তিতে রয়েছে সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষ।


ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে যে কোন প্রকারের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৭ ব্যাটলিয়ন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কড়া নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে।


শনিবার (১০ সে) কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান জানান, ৫ আগস্টের পর থেকেই কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অধিকতর সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক পাচাররোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বদা সতর্ক অবস্থানে আছি। পাশাপাশি আমাদের মূল দায়িত্ব সীমান্তের অখণ্ডতা রক্ষা করা এবং দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা- এক্ষেত্রে আমরা কোন ছাড় দিচ্ছি না।


তিনি আরো জানান, বিএসএফ এর সাথে আমাদের পেশাগত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষের কোনো তৎপরতা নেই। উল্লিখিত সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখনো পর্যন্ত কোন ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে বিধি মোতাবেক বিদ্যমান প্রেক্ষাপটে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সীমান্তে নজরদারি, টহল ও জনবল প্রয়োজন অনুসারে বৃদ্ধি করা হয়েছে।


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতপুরের প্রায় ৪৬ কি. মি. সীমান্ত এলাকা জুড়ে বিজিবি’র বাড়তি টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফলে স্বস্তিতে রয়েছে সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষ।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com