লামায় প্রধান শিক্ষক নেই ১৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩
লামায় প্রধান শিক্ষক নেই ১৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিদ্যালয়ের পাঠদানসহ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন প্রধান শিক্ষক। কিন্তু বছরের পর বছর প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদটি শূন্য রেখেই চলছে বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হিসেবে সহকারী শিক্ষক দিয়েই করানো হচ্ছে প্রধান শিক্ষকের যত কাজ। দীর্ঘ ৫ বছর ধরে প্রধান শিক্ষক শূন্যতায় বিদ্যালয়গুলো অনেকটাই অভিভাবক শূন্য হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয় উন্নয়ন। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদগুলো দ্রুত পূরণ করা দরকার বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক এবং সচেতন মহল।


জানা যায়, ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পার্বত্য লামা উপজেলা। এই উপজেলায় বর্তমানে রয়েছে ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৫ বছর ধরে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে প্রায় ৩ হাজার কোমলমতি শিক্ষার্থী অধ্যয়নরত। এমনিতেই পাহাড়ি এলাকা হওয়ায় যাতায়াতে দুর্গমতা, অভিভাবকদের অসচেতনতা ও আর্থিক দুর্বলতায় এখানের শিক্ষা অনেক পিছিয়ে। তার উপর সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চলছে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। এছাড়া উপজেলায় সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৬টি। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শূন্য থাকায় ওইসব বিদ্যালয়গুলোতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।


প্রধান শিক্ষকহীন বিদ্যালয়গুলো হলো-
পাহাড়িকা, রামথুইপাড়া, নাইক্ষ্যংমুখ, লেমুুপালং, কম্পোনিয়া, চিংকুমপাড়া, বড়কলারঝিরি, রোয়াজাপাড়া,ডিগ্রীখোলা পূর্বচাম্বী, ক্রংতংপাড়া, পূর্বচাম্বি মুসলিমপাড়া, এম হোসেন পাড়া, বটতলীপাড়া, কলারঝিরি মংপ্রু পাড়া, জোড়মনিপাড়া, ডলুছড়ি ও আন্দারী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


সরেজমিন পরিদর্শনে গেলে প্রধান শিক্ষকহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক জসিম উদ্দিন, আবদুল হক, মনছুর আলী, আবদুর রহমানসহ অনেকে জানায়, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি মূলত ওই বিদ্যালয়েরই একজন সহকারী শিক্ষক।


ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পাঠদানের পাশাপাশি তাদের বিভিন্ন প্রশাসনিক কাজ, শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ, সভা সেমিনারে অংশ নেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। যার জন্য তিনি বিদ্যালয়ে নিয়মিত যেতে পারেন না। যার ফলে আমাদের বাচ্চাদের পড়ালেখায় সমস্যা হচ্ছে।


রুপসীপাড়া ইউনিয়নের কলারঝিরি মংপ্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফ বলেন, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি।


বিদ্যালয় ও অফিসের কাজের পাশাপাশি স্কুলে ক্লাসও নিতে হচ্ছে। অনেক সময় ভারপ্রাপ্ত দায়িত্ব এবং সহকারী শিক্ষকের দায়িত্ব একসাথে পালন করতে গিয়ে শ্রেণি কার্যক্রমের ব্যাঘাত ঘটে। এরপরেও শিক্ষার গুণগত মান অক্ষুণ্ন রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।


একই কথা জানালেন, ক্রংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান রাজীব চক্রবর্তী, এম হোসেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াবুল হক ও নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইছহাক।


প্রধান শিক্ষক নেই এমন কয়েকটি বিদ্যালয়ের নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকারী শিক্ষক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি আমাদের মতোই একজন সহকারী শিক্ষক। তাই অনেক ক্ষেত্রে সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা মানতে অনীহা প্রকাশ করেন। যার ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন ঘটছে। তাই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদায়ন খুবই জরুরি।


এ বিষয়ে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস বলেন, উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এছাড়া এখনো ৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। যার জন্য প্রশাসনিক কর্মকাণ্ডসহ বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিমাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদায়নের জন্য তালিকা পাঠিয়ে আসছি। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদায়ণ করবেন। এতে যে সমস্যা হচ্ছে, তা কেটে যাবে।


বিবার্তা/নুরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com