
ফেনীর সোনাগাজীতে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
২৫ জানুয়ারি, শনিবার বিকালে আদর্শগ্রামে কুয়েত সাংবাদিক ইউনিয়ন ও সওদাগর হাট দ্রুবতারা সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুয়েত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও মানবাধিকার নেতা খুরশিদ আলমের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, আল হেলাল একাডেমির সহকারী প্রধান শিক্ষক আবদুল হক, সার্জেন্ট (অব.) মহি উদ্দিন, সাংবাদিক আবদুল কাইয়ুম নিশান, বেলায়েত হোসেন মিলন, মাস্টার আবু ইউছুফ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণ করা হলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। অন্যথায় চারটি জেলার বৃহদাংশ নদীতে তলিয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলার সংযোগ মুছাপুর রেগুলেটর নদীতে বিলীন হয়ে যায়। এরপর থেকে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হতে থাকে। প্রতিনিয়ত নদীতে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]