
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক ইউপি সদস্যের গোডাউন থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিপিএ নকল সার উদ্বার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামে মেসার্স কাউছার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কাউছার নামে এক ডিলারের গোডাউনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব নকল সার উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার। তাকে সহযোগিতা করেন কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন ও নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. কাউছার মিয়া নকল সারের ব্যবসা করে আসছিলো। বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্থানীয়রা জানলেও প্রমাণের অভাবে আইনগত প্রদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যার দিকে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় যুবলীগ নেতার গোডাউন থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিএপি নকল সার উদ্ধার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অভিযুক্ত হওয়ায় এক মামলায় পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। পরে গোডাউনে থাকা কর্মচারী রিপন মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমান আদালত।
নাম প্রকাশে অনিচ্ছুক দাতমন্ডল গ্রামের একাধিক কৃষক জানান, দীর্ঘদিন ধরে কাউছারের কাছ থেকে সার কিনে জমিতে দেওয়া হচ্ছে কিন্তু জমিতে তার কোন সুফল পাওয়া যাচ্ছেনা। পরে বিষয়টি কৃষি অফিসকে জানাই। তারা যাচাই করে দেখেন সব সার নকল।
নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী বলেন, শুনেছি ৩ নং ওয়ার্ড ইউপি সদস্যের গোডাউনে নকল সার বিক্রি হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার জব্দ করেছে।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন বলেন, আমি এ অফিসে যোগদান কার পর থেকেই শুনছি নাসিরনগরের কিছু এলাকায় নকল সার বিক্রি হচ্ছে। এরপর খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল সার জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা লঙঘনের দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি তার লাইসেন্সটি বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]