বান্দরবান সদরসহ ৪ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:১৩
বান্দরবান সদরসহ ৪ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য জেলা বান্দরবানে পর্যটক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে আংশিক প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।


৬ নভেম্বর, বুধবার এক সংবাদ সম্মেলন ডেকে এ তথ্য জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।


তিনি জানান, প্রথম ধাপে নীলগিরিসহ জেলা সদর, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটক ভ্রমণের জন্য খুলে দেওয়া হবে। নিরাপত্তা সমস্যা স্বাভাবিক হলে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলাকেও উন্মুক্ত করে দেওয়া হবে।


গত ৮ অক্টোবর থেকে বান্দরবান সহ পার্বত্য তিন জেলায় পর্যটক ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপ করে স্ব স্ব জেলা প্রশাসন। এর মধ্যে ১ নভেম্বর রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।


তবে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও বান্দরবান ভ্রমণে বেশ কিছু বিধান মেনে চলতে হবে বেড়াতে আসা পর্যটকদের। এর মধ্যে যেখানে সেখানে আবর্জনা ফেলা, পলিথিনের ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে এমন কিছু করা যাবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক ।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জয়দেব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com