ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে এক কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চাদর উদ্ধার করেছে বিজবি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার খিরনাল সীমান্ত এলাকা থেকে বিজিবি ৬০ ব্যাটালিয়ন এসব ভারতীয় পণ্য উদ্ধার করে।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০৩৭/৩ এস পিলারের কাছে অভিযান চালানো হয়। এ সময় ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০ পিস থ্রিপিস ও ৩৮১ পিস চাদর জব্দ করা হয়।
বিবার্তা/আকঞ্জি/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]