'প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গণতন্ত্র হবে না'
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২২
'প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গণতন্ত্র হবে না'
না‌জিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টি (কাজী জাফর)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেছেন, আমরা আমাদের দেশের বুকে আগামী দিনে একটি নির্বাচিত জনগণের সরকার কায়েম করতে চলেছি। প্রতিভাবান ড. ইউনুস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি একজন সজ্জন মানুষ। তিনি বিভিন্ন দপ্তর ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। কিন্তু কাজটি অত সহজ নয়। আমরা ১২ দলীয় জোটের পক্ষ থেকে,বিএনপির পক্ষ থেকে তাকে বলেছি আপনি প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার করেন। এই রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গণতন্ত্র হবে না।


১৩ সে‌প্টেম্বর, শুক্রবার সন্ধ‌্যায় পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টির এক সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।


মোস্তফা জামাল হায়দার বলেন, শেখ হাসিনার যারা প্রভু তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িকতার জিকির তুলে এই সরকারকে সারা পৃথিবীর কাছে হেয় করার চেষ্টা করছে। তারা সাম্প্রদায়িকতার কার্ড খেলে পৃথিবীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মুসলিম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা মন্দির,হিন্দুবাড়ী পাহাড়া দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।


তিনি বলেন, সামনে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এটা বাঙালি জাতিরও উৎসব। এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের এই ষড়যন্ত্র যেন সফল না হয়। ষড়যন্ত্রী মহল চুপ করে বসে নাই। বর্তমান অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটার পর একটা বাহানা সৃষ্টি করছে। আপনারা জানেন বিএসএফ সদস্যরা সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিককে মারছে। তারা সীমান্তে অশান্তি, অস্থিতিশীলতা সৃষ্টি করে এই অন্তবর্তী সরকারকে নাজেহাল করার জন্য একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে।


মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা গণতন্ত্র চাই, গণতান্ত্রিক সরকার চাই। কিন্তুু তার চাইতেও বেশি চাই আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সংগ্রাম, সার্বভৌমত্ব সংরক্ষণের সংগ্রাম এবং গণতন্ত্রের সংগ্রাম একসাথে চলতে থাকবে।


জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার খালেকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার, বাংলা‌দেশ লেবার পা‌র্টির মহাস‌চিব মো. আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল প্রমুখ।


বিবার্তা/ম‌শিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com