পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে আনবো: পুলিশ সুপার শামিমা পারভীন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪২
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে আনবো: পুলিশ সুপার শামিমা পারভীন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেছেন, আমার প্রথম কাজ পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে আনা। সেই সাথে এই জেলার প্রতিটি নাগরিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান কাজ।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন,নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।


মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল, সেই তুলনায় রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলার জনগণ ও আপনারা যারা আছেন (সাংবাদিকরা) তারা সবাই প্রশাসনের সঙ্গে ছিলেন। এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের ও রাজবাড়ীর জনগণের।


তিনি আরও বলেন, আপনারা জানেন যে অভ্যুত্থান পরবর্তী আমাদের পুলিশের সব কার্যক্রম বন্ধ ছিল। চেইন অব কমান্ড মোটামুটি ভেঙে গিয়েছিল। ইনশাআল্লাহ নতুন সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে, তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ছাত্র জনতার রক্তেভেজা এই নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের ও আমাদের সবার। ছাত্র-জনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো। আপনারা আমাদের পাশে থাকবেন।


পুলিশ সুপার বলেন, আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে। আমার রক্তে মিশে আছে মাটির গন্ধ। তাই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com