মতুয়া আদর্শ বাস্তবায়নে মত বিনিময় সভা
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৮:৪৬
মতুয়া আদর্শ বাস্তবায়নে মত বিনিময় সভা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের মতুয়া জনগোষ্ঠীর প্রধান তীর্থস্থান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি। মতুয়া ধর্মাদর্শের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা মতুয়া আদর্শ বাস্তবায়নে আগামীর পথচলা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করে।


২১ মার্চ, বৃহস্পতিবার রাজধানী ঢাকার রমনা শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরে রমনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


হরিচাঁদ মন্দিরের সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধার সভাপতিত্বে বরেণ্য মতুয়া চিন্তাবিদ ডাক্তার প্রনব কান্তি সরকার, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য অখিল বিশ্বাস, আমেরিকা থেকে ইন্টারন্যাশনাল হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি বিমল কর, রমনার শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ হীরা, রমনা শ্রীশ্রী কালি মন্দিরের সভাপতি উৎপল সাহা ও বিশ্ব মতুয়া পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সমীরণ মণ্ডলসহ দেশের বরেণ্য মতুয়া চিন্তাবিদগণ এ সভায় অংশ নেন।


বক্তারা বলেন, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর সমাজ থেকে কুসংস্কার ও বর্ণ বৈষম্য দূরীকরণ যে নির্দেশনা দিয়ে গেছে সকল মতুয়া সে আদর্শ পালন করলে ব্যক্তি ও সমাজ জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে।


বিবার্তা/সঞ্জয়/সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com