মেঘনায় ধরা পড়ল ১৬০ কেজি ওজনের হাউস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৫
মেঘনায় ধরা পড়ল ১৬০ কেজি ওজনের হাউস
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের হাউস (শাপলা পাতা) মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে মাছ ব্যাবসায়ী ছিদ্দিক বেপারী জেলেদের থেকে কিনে নিয়েছেন। এতো বড় হাউস এর আগে কমলনগরে ধরা পড়েনি বলে জানায় মৎস্য বিভাগ।


৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। জোয়ারে বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে আসে বলে ধারণা করছে স্থানীয়রা। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভীড় জমায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত মাছটি ঘাটেই ছিল।


স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী।


লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। তাও বঙ্গপোসাগরের কাছে হওয়ায় রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় হাউস মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি, এটিই প্রথম।


তিনি আরও বলেন, বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।


বিবার্তা/সুমন/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com