কমলনগরে খালেদ সাইফুল্লাহ, রামগতিতে আজাদ চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১০:৫০
কমলনগরে খালেদ সাইফুল্লাহ, রামগতিতে আজাদ চেয়ারম্যান নির্বাচিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে বুধবার (৮ মে) লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৩০ ভোট।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বাবুল মিয়া পেয়েছেন ১৬ হাজার ৮৭১ ভোট। দোয়াত-কলম প্রতীকে ১৬ হাজার ৫২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।


এ উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে সালেহ উদ্দিন রাজু (চশমা প্রতীকে ২৮ হাজার ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলা উদ্দীন তালা প্রতীকে ২৪ হাজার ৫২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা আক্তার সুমি কলস প্রতীকে ৩১ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদা আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৮ হাজার ৫ ভোট পেয়েছেন।


কমলনগর উপজেলাতে ৭২টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৭ জন।


রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপি নেতা শরাফ উদ্দিন আজাদ সোহেল। কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৯ হাজার ৬৯৩ ভোট পেয়েছেন তিনি। আজাদ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকেয়া আজাদ আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৯০৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।


এ উপজেলাতে চশমা প্রতীকে ১৯ হাজার ৯২৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নেছার উদ্দিন টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা বেগম হাঁস প্রতীকে ২৯ হাজার ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিপন রানী দাস সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৫৪ ভোট।


রামগতি উপজেলার মোট ভোট কেন্দ্র ৭০ টি। ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ১৫৬ জন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান চৌধুরী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।



বিবার্তা/সুমন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com