
লা লিগায় এলচের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে কাতালান ক্লাব রিয়াল মাদ্রিদ। তাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল তারা।
রবিবার (২ নভেম্বর) রাতে ম্যাচের শুরুতে দুর্দান্ত ছন্দে এগোতে থাকে বার্সেলোনা। দুই মিনিটের ব্যবধানে দুটি গোল আসে। নবম মিনিটে আলেহান্দ্রো বাল্দের থ্রু পাসে লামিনে ইয়ামাল প্রথম গোল করেন, এরপর বাঁ দিক থেকে আসা ফের্মিন লোপেসের পাস থেকে ছয় গজ বক্সে ফাঁকায় থাকা ফেরান তরেস ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন।
৩৩তম মিনিটে রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় লোপেসের শট গোল হিসেবে স্বীকৃত না হলেও প্রথমার্ধের শেষ দিকে এলচে ব্যবধান কমায়। আলভারো নুনেসের পাস ধরে রাফা মির দূরের পোস্টে কোনাকুনি শটে গোল করেন।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এলচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। পরে পাঁচ মিনিটে ডান দিক থেকে ক্রস নিয়ন্ত্রণ করে মার্কাস র্যাশফোর্ড ব্যবধান বাড়ান।
ইনজুরিতে থাকা বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি এদিন মাঠে ফিরেছেন। ৭৪তম মিনিটে র্যাশফোর্ডের বদলি হিসেবে তাকে নামান হ্যান্সি ফ্লিক। যদিও মাঠে নেমে খেলায় তেমন প্রভাব ফেলতে পারেননি লেভা।
গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের হতাশা ভুলে ফের জয়ের পথে ফিরল বার্সেলোনা। লিগ টেবিলে বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে, ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]