২৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২০:২৭
২৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। জবাবে ২৫ রানে ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার নাঈম শেখ ১২ বলে ৭ রান করেছেন। তার সঙ্গী শামীম পাটোয়ারি।


এর আগে ওপেনার তানজিদ তামিম এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরে ইনিংসের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। লিটন দাস ৮ বলে ৮ রান করে ফিরেছেন। তাওহীদ হৃদয়ের জায়গায় খেলা মেহেদী মিরাজ ৮ বলে ১০ রান করে ফিরেছেন। জাকের আলী ১ ও শেখ মেহেদি শূন্য করেছেন।


পাকিস্তানের বড় রান পেতে চার ব্যাটার ভালো ব্যাটিং করেছেন। এর মধ্যে ওপেনার সাঈম আইয়ূব ও শাহিবজাদা ফারহান ৮২ রানের জুটি গড়েন। সাঈম ১৫ বলে ২১ রান করেন। শাহিবজাদা দলের পক্ষে ৪১ বলে সর্বাধিক ৬৩ রান করেছেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও পাঁচটি ছক্কার শট আসে।


চারে নেমে হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এক চার ও তিনটি ছক্কা আসে। প্রথম দুই ম্যাচে ব্যর্থ মোহাম্মদ নওয়াজও ব্যাট হাতে রান পেয়েছেন। স্লটে রান বাড়িয়ে নেওয়া এই ব্যাটার ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com