
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু অভিষেক ম্যাচে টস জিততে পারলেন না ২৭ বছর বয়সী অলরাউন্ডার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৮ বছর পর পঞ্চপাণ্ডবদের (সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ) ছাড়াই ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এতদিন এই পাঁচজনের কেউ না কেউ দলে ছিলেনই।
সে হিসেবে ওয়ানডেতে দেশের ক্রিকেটের নবযাত্রা শুরু হয়েছে আজ বুধবার।
মিডলঅর্ডারে এই ম্যাচে অগ্নিপরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকদের জায়গা কীভাবে পূর্ণ করেন মিরাজ, সেটিই দেখার অপেক্ষা ক্রিকেটভক্তদের।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১২টি জয়, ৪৩টিতে হার ও দুটি ম্যাচ ছিল অমিমাংসীত।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]