বাংলাদেশ সিরিজের জন্য ভারতের নতুন স্পিনার হিমাংশু
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩
বাংলাদেশ সিরিজের জন্য ভারতের নতুন স্পিনার হিমাংশু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সিরিজের জন্য ভারতের অনুশীলন ক্যাম্পে ২১ বছর বয়সী হিমাংশু সিং নামে নতুন এক স্পিনারকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই।


আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত সকল ক্রিকেটারকে চেন্নাইয়ে পাঠাতে বলেছে বিসিসিআই। কারণ, ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া প্রতিযোগিতা দিলীপ ট্রফিতে খেলছেন।


বাংলাদেশ-ভারত সিরিজের জন্য হাতে আছে মাত্র ১০ দিন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের ক্যাম্প করবে ভারত।


ভারতের স্থানীয় ক্রিকেট ড. (ক্যাপ্টেন) কে. থিমাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে ৭৪ রানে ৭ উইকেট শিকার করে বিসিসিআই কর্মকর্তাদের নজরে আসেন হিমাংশু। তবে এখনো মুম্বাইয়ের সিনিয়র দলে অভিষেক হয়নি তার। নিয়মিত খেলছেন মুম্বাইয়ের অনূর্ধ্ব ১৩ ও ২৩ দলে।


মূলত হিমাংশুকে কাছ থেকে পর্যবেক্ষণের জন্য ডেকেছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার ও তার প্যানেল। হিমাংশুর বোলিংয়ের ধরন ও ভাবভঙ্গি অনেকটা ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো। যে কারণে তাকে ‘ছোট অশ্বিন’ বলেও সম্বোধন করা হয়।


কঠোর পরিশ্রমী হওয়ার কারণে হিমাংশুকে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে ডেকেছে বোর্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ভারতের অনুশীলনে যুক্ত হয়ে সিনিয়র ক্রিকেটারদের সাথে খেলতে পারবেন তিনি। ভালো করতে পারলে জাতীয় দলেও জায়গা হতে পারে হিমাংশুর।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com