
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক সফরে জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার ফ্লাইটে দেশত্যাগ করেছেন বাফুফে সভাপতি। ফেডারেশন ও পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ২৮ ডিসেম্বর সালাউদ্দিনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। এরপর চিকিৎসকের নির্দেশনায় তিনি বাসায় খানিকটা নিভৃতেই ছিলেন। কয়েক সপ্তাহ নিভৃতে থাকার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিতে কিছুদিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বাফুফে সভাপতি।
সপ্তাহ দুয়েক আগে ভিসার জন্য আবেদন করেছিলেন। এই সপ্তাহে ভিসা পাওয়ার পর আজ জার্মানিতে উড়াল দিয়েছেন তিনি।
জার্মানিতে সালাউদ্দিনের একমাত্র মেয়ে সারাহজিন থাকেন। শ্বশুরকে নিতে ঢাকায় এসেছিলেন সারাহজিনের স্বামী। এরপর জামাই-শ্বশুর একসঙ্গে জার্মানি রওনা হয়েছেন।
বাফুফে সভাপতি পেশাগত ও ব্যক্তিগত কারণে বিশ্বের অনেক দেশে গিয়েছেন। ঘন ঘন দেশের বাইরে গেলেও এক সপ্তাহের বেশি সময় তিনি থাকেন না। সাম্প্রতিক সময়ের সফরগুলোতে ২-৩ দিনের মধ্যেই দেশে ফিরেছেন অধিকাংশ সময়। এবার প্রেক্ষাপট খানিকটা ভিন্ন। শারীরিক পরিস্থিতির পর্যবেক্ষণ ও আরেকটু বিশ্রামের জন্য জার্মানিতে চার সপ্তাহের মতো সময় থাকতে পারেন সালাউদ্দিন।
২০০৮ সালের গঠনতন্ত্র অনুযায়ী বাফুফে সভাপতি নির্ভর সংগঠন। সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা। যদিও সালাউদ্দিন যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দিয়ে যাননি বলে জানা গেছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]