
চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান কর্তৃপক্ষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
একই দিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি, আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় গতি আসবে।
এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সাথে বৈঠকের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘এই সাহসী সিদ্ধান্ত (রাশিয়ার স্বীকৃতি) অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া সবার চেয়ে এগিয়ে।’
এদিকে রাশিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সম্পদ তারা জব্দ করেছে এবং তালেবানের কিছু সিনিয়র নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তানের ব্যাংকিং খাত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]