ইসির নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির, দায়সারা নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২১:৫৬
ইসির নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির, দায়সারা নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত। তারা একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়। আসন্ন নির্বাচনও বিগত তিনটা নির্বাচনের দিকে যাচ্ছে। বিষয়টি আমাদের মনে শঙ্কার জন্ম দিয়েছে।


শনিবার রাতে বাংলা মোটরে পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


তিনি বলেন, আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। কাল ইসি কোনও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামব, আইনি লড়াই করব। ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেব না।


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে (ইসি) গুন্ডামি করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা কোনও বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেব না।


এসময় বিএনপির দিকেও আঙ্গুল তুলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।


তিনি বলেন, কমিশন যদি স্বাধীন প্রতিষ্ঠান হয়েও স্বাধীনতা ধরে রাখতে না পারে, তাহলে রাজনৈতিক দাবি আমরা করতেই পারি। আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। আইন ভঙ্গ করে কিংবা ফাঁকফোকর করেও কোনো দ্বৈত নাগরিক কিংবা ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না।


তিনি আরও বলেন, কালকে আপিল শুনানির শেষ দিন, এটি নির্বাচন কমিশনের জন্য রেড লাইন। যদি তারা ভুল করে, পক্ষপাত করে, তাহলে তাদের বিরুদ্ধে একশনে যাবে এনসিপি।


এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির অনেকে ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করেছে। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে, এটি খুবই বিপজ্জনক প্রবৃত্তি। কমিশন আইন অনুসরণ করবেন, ব্যাখ্যা দেয়ার এখতিয়ার তাদের নেই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com