জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮
জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মঞ্চ-২৪।


শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম ছিল। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে।


‘বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনও বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ নেই।’


ফাহিম ফারুকী আরও বলেন, হাসিনা আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।


এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।


মঞ্চ-২৪ আরও জানায়, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com