
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে হলফনামা তজমা দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এতে বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ টাকা। নগদ অর্থ ৩৫ লাখ ৮৩ হাজার টাকার সঙ্গে অস্থাবর সম্পদ ৪৬ লাখ ৮৫ হাজার টাকা। ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ২ হাজার টাকা। থাকার কথা
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।
আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন। তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক একই আসন থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২ লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে।
হলফনামায় দেখা যায়, আবদুল হান্নান মাসউদ পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পাস।
এদিকে, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা মাসউদের নামে কোনো মামলা নেই।
হলফনামায় দেওয়া হিসাব অনুযায়ী, তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ টাকা। নগদ অর্থ ৩৫ লাখ ৮৩ হাজার টাকার সঙ্গে অস্থাবর সম্পদ ৪৬ লাখ ৮৫ হাজার টাকা, যার মধ্যে স্বর্ণের মূল্য আট লাখ টাকা। তার ও পরিবারের কোনো ঋণ বা দায়দেনা নেই। তিনি নিজের নামে কোনো জমিজমা দেখাননি।
তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক পেশা হিসেবে অবসারপ্রাপ্ত শিক্ষক উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
উল্লেখ্য: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি গণমাধ্যমে হান্নান মাসুদ জানিয়েছিলেন হাতিয়ার সবচেয়ে ভাঙা ঘরটি তাদের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]