
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন জেলায় শোকের ছায়া নেমে এসেছে। ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়ার মৃত্যুকে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতা–কর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিভিন্ন স্থানে দোয়া মাহফিলও হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পৈতৃক নিবাস দিনাজপুরে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন শহরের জেল মোড় এলাকার দলীয় কার্যালয়ে। সকাল থেকে শহরের প্রায় সব জায়গায় খালেদা জিয়াকে ঘিরেই চলছে নানা স্মৃতিচারণা ও আলোচনা। দলীয় কার্যালয় ও বালুবাড়ির পৈতৃক নিবাসে কোরআন তিলাওয়াতের আয়োজন করা হয়।
ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মেয়ে ছিলেন খালেদা জিয়া। আজ সকালে তাঁর মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রামের স্বজন ও নেতা-কর্মীরা। সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বাড়ি মজুমদার বাড়িতে ভিড় করেন নেতা-কর্মী ও স্বজনেরা।
একই চিত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃক ভিটা বগুড়াতেও। শোকাহত লোকজন ভিড় করেন জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের জিয়াবাড়িতে।
সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ আবদুর রব, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি শামছুল আলম উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সম্মান জানিয়ে কালো ব্যাজ ধারণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ আবদুর রব, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি শামছুল আলম উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার শেরপুরে উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে শোক পালন করা হয়েছে। সকাল ৯টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমিত করা হয়।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বিভিন্ন এলাকার বিএনপির দলীয় নেতা–কর্মী ও সমর্থকেরা দলীয় কার্যালয় সমবেত হন। এ সময় অনেক নেতা–কর্মী কান্নায় ভেঙে পড়েন।
খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে রাঙামাটি জেলা বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও বুকে কালো ব্যাজ ধারণ করে ধর্মীয় প্রার্থনার আয়োজন করেছে জেলা বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শোকসভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এতে দলের নেতা–কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অসংখ্য বিএনপি নেতা-কর্মী নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নেতা-কর্মীরা ধারণ করেন কালো ব্যাচ। আয়োজন করা হয় খতমে কোরআন।
বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শোক কর্মসূচি পালিত হচ্ছে। আজ সকালে মহানগর বিএনপির নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। একই সঙ্গে খুলনা মহানগরের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়গুলোতে কোরআনখানি অনুষ্ঠিত হয়। দুপুরে কেডি ঘোষ রোডে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে আজ সকাল থেকেই দলীয় নেতা–কর্মীরা নগরের গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে ভিড় করেন। অনেকে কার্যালয়ে এসে দলীয় নেত্রীর ছবির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। কালো ব্যাজ ধারণ করেন নেতা–কর্মীরা। দলীয় প্রধানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা তিনটায় সিলেট নগরের তোপখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী সাত দিন দুপুর ১২ থেকে রাত ৮ পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম একই সঙ্গে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হবে।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী সিলেট বিএনপির সর্বস্তরের নেতা–কর্মী ও সাধারণ মানুষকে শোক কর্মসূচিতে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]