
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও জাতীয় রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতান্ত্রিক রাজনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের এক বলিষ্ঠ উদাহরণ হয়ে থাকবে।
বাংলাদেশ লেবার পার্টি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপি নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]